হিলিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ , ০৮:৪৬ পিএম


হিলিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ছবি : আরটিভি

দিনাজপুরের হিলি সীমান্তে হঠাৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎহীন হিলিবাসীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ঘেমে জ্বর-কাশিসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।

বিজ্ঞাপন

হিলি মহিলা কলেজ পাড়ার বাসিন্দা মোকছেদুল মোয়াজ্জেম হোসেন বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। তার ওপর শুধু রাতেই ৩-৪ বার লোডশেডিং হচ্ছে। ফলে গরমে আমার পরিবারের কেউই ঠিকমতো ঘুমাতে পারছেন না। কেননা রাতে বিদ্যুৎ না থাকলে ঘেমে ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে হচ্ছে। একই সমস্যায় গ্রামের প্রায় সব পরিবার। ঘন ঘন এমন লোডশেডিংয়ে গ্রামের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে যেমন-তেমন কিন্তু, রাতে লোডশেডিং বন্ধ রাখা গেলে মানুষজন শান্তিতে অন্তত ঘুমাতে পারবে।

হিলি রেলস্টেশন কলোনির আয়েশা সিদ্দিকা বলেন, রমজান মাসে রোজা থেকে শরীর এমনিতেই দুর্বল। এর মধ্যে ৭-৮ দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। রমজান মাসে এমন লোডশেডিং আগে কখনও দেখিনি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে আছেন।  

বিজ্ঞাপন

হিলি পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের সূত্রে জানা যায়, হিলি বিদ্যুতের চাহিদা প্রায় ৮ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে আড়াই থেকে ৩ মেগাওয়াট, আবার কখনো বা পাওয়া যাচ্ছে মাত্র ২ মেগাওয়াট। তাই প্রতিনিয়ত ৪ থেকে ৫ মেগাওয়াট ঘাটতি থাকায় কিছুটা লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে।
  


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission